মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭২
- নামাযের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - সালাতে সুতরাহ্ (সুতরা)
৭৭২। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) খুব সকালে ঈদগাহের দিকে গমন করতেন। তাঁর আগে আগে বর্শা নিয়ে যাওয়া হত এবং তা নিয়ে তথায় তাঁর সামনে দাঁড় করিয়ে দেয়া হত। অতঃপর তিনি তা সামনে রেখে নামায পড়তেন। -বুখারী
كتاب الصلاة
بَابُ السُّتْرَةِ
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْدُو إِلَى الْمُصَلَّى وَالْعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ تُحْمَلُ وَتُنْصَبُ بِالْمُصَلَّى بَيْنَ يَدَيْهِ فَيصَلي إِلَيْهَا. رَوَاهُ البُخَارِيّ