মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭১
৮. তৃতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৭১। হযরত উবাই ইবনে কা'ব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক কাপড়ে নামায পড়াকে রাসূলুল্লাহ (ﷺ) অনুমোদন করেছেন। আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় এরূপ করেছি; কিন্তু এটা তখন দূষণীয় বলে মনে করা হয় নি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বললেন, এরূপ ছিল আমাদের কাপড়ের অভাব থাকা অবস্থায়; কিন্তু আল্লাহ্ আমাদেরকে যখন সচ্ছল করেছেন তখন দুই কাপড়েই নামায পড়া উত্তম। —আহমদ
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: الصَّلَاةُ فِي الثَّوْبِ الْوَاحِدِ سُنَّةٌ كُنَّا نَفْعَلُهُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يُعَابُ عَلَيْنَا. فَقَالَ ابْنُ مَسْعُودٍ: إِنَّمَا كَانَ ذَاكَ إِذْ كَانَ فِي الثِّيَاب قلَّة فَأَما إِذْ وَسَّعَ اللَّهُ فَالصَّلَاةُ فِي الثَّوْبَيْنِ أَزْكَى. رَوَاهُ أَحْمد
