মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৮
৮. তৃতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৮। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত রয়েছে যে, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে দেখলাম, তিনি চাটাইয়ের উপর নামায পড়ছেন এবং তার উপরই সিজদাহ দিচ্ছেন। খুদরী (রাযিঃ) বলেন, আমি তাঁকে এক কাপড়েই নামায পড়তে দেখলাম তা বিপরীত দিক হতে স্কন্ধের উপর রেখে দিয়ে। -মুসলিম
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ. قَالَ: وَرَأَيْتُهُ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِهِ. رَوَاهُ مُسْلِمٌ
