মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৬৭
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সাত্র (সতর)
৭৬৭। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ নামায পড়ার সময় যেন তার জুতা ডানদিকে না রাখে এবং বামদিকেও না রাখে, যাতে তা অন্যের ডানদিকে রাখা হয়ে যায়। অবশ্য বামদিকে কোন লোক না থাকলে তখন রাখা যায়; বরং তা নিজের দুই পায়ের মাঝখানে রাখতে পারে। বর্ণনান্তরে রয়েছে, অথবা তা পরিধান করেই নামায পড়বে। -আবু দাউদ
ইবনে মাজাহ (রহ)ও এইভাবে হাদীস রেওয়ায়াত করেছেন।
ইবনে মাজাহ (রহ)ও এইভাবে হাদীস রেওয়ায়াত করেছেন।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَا يَضَعْ نَعْلَيْهِ عَنْ يَمِينِهِ وَلَا عَنْ يَسَارِهِ فَتَكُونَ عَنْ يَمِينِ غَيْرِهِ إِلَّا أَنْ لَا يَكُونَ عَنْ يسَاره أحد وليضعهما بَيْنَ رِجْلَيْهِ» . وَفَّى رِوَايَةٍ: «أَوْ لِيُصَلِّ فِيهِمَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَرَوَى ابْنُ مَاجَهْ مَعْنَاهُ
