মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৮৯
৭. প্রথম অনুচ্ছেদ - মাসজিদ ও সালাতের স্থান
৬৮৯। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (মক্কাবিজয়ের দিন) নবী পাক (ﷺ) কাবাগৃহে প্রবেশ করে তার প্রত্যেক কোণায় (গিয়ে) দোয়া করলেন। কিন্তু তা হতে বের না হওয়া পর্যন্ত নামায পড়লেন না। বের হয়ে কা'বার সামনে দুই রাকাত নামায পড়লেন এবং বললেন, এটিই কিবলা। -বুখারী, মুসলিম
بَابُ الْمَسَاجِدِ وَمَوَاضِعِ الصَّلَاةِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ: «هَذِه الْقبْلَة» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৮৯ | মুসলিম বাংলা