মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৮৮
- নামাযের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - বিলম্বে আযান
৬৮৮। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেন, মুসলমানের দু'টি বিষয় মুয়াযযিনদের দায়িত্বে রয়েছে, তাদের রোযা এবং তাদের নামায।
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:   خَصْلَتَانِ مُعَلَّقَتَانِ فِي أَعْنَاقِ الْمُؤَذِّنِينَ لِلْمُسْلِمِينَ: صِيَامُهُمْ وَصَلَاتُهُمْ  . رَوَاهُ ابْنُ مَاجَه
 তাহকীক:তাহকীক চলমান
তাহকীক:তাহকীক চলমান