মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৬
৫. তৃতীয় অনুচ্ছেদ - আযানের ফযীলত ও মুয়াযযিনের উত্তর দান
৬৭৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক সময় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তখন হযরত বেলাল (রাযিঃ) দাঁড়িয়ে আযান দিতে শুরু করলেন। বেলাল (রাযিঃ)-এর আযান শেষ হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে আন্তরিক বিশ্বাসের সাথে ঐ বাক্যসমূহ বলবে, সে বেহেশতে যাবে। -নাসায়ী
null
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ بِلَالٌ يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ مِثْلَ هَذَا يَقِينا دخل الْجنَّة» . رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৭৬ | মুসলিম বাংলা