মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৭৫
- নামাযের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - আযানের ফযীলত ও মুয়াযযিনের উত্তর দান
৬৭৫। হযরত আলকামাহ ইবনে আবু ওয়াককাছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (একবার) আমি হযরত মুআবিয়া (রাযিঃ)-এর নিকট ছিলাম। যখন তার মুয়াযযিন আযান দিচ্ছিলেন তখন মুআবিয়া (রাযিঃ) জবাবে তাই বললেন, যা মুয়াযযিন বলেছিলেন। তবে যখন মুয়াযযিন হাইয়্যা আলাছ ছালাহ এবং হাইয়্যা আলাল ফালাহ বললেন, তখন হযরত মুআবিয়া (রাযিঃ) বললেন, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম। এরপর মুয়াযযিন যা বললেন, তিনিও তাই বললেন। তারপর বললেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবেই আযানের জবাব দিতে শুনেছি। -আহমদ
كتاب الصلاة
وَعَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ قَالَ: (إِنِّي لَعِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ مُؤَذِّنُهُ حَتَّى إِذَا قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ: قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَلَمَّا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ ذَلِك. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান