মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৫০
৪. তৃতীয় অনুচ্ছেদ - আযান
৬৫০। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) একটি ঘন্টা তৈরীর জন্য আদেশ করলেন, যা মানুষকে আহ্বান করার জন্য বাজানো হবে। তখন স্বপ্নে আমার নিকট এক ব্যক্তি উপস্থিত হল। তার হাতে একটি ঘন্টা দেখা গেল। আমি বললাম, হে আল্লাহর বান্দা! এটা কি তুমি বিক্রয় করবে? সে বলল, এদ্বারা তুমি কি করবে? আমি বললাম, এদ্বারা আমরা নামাযের জন্য লোক ডাকব। সে বলল, এটা হতে যা উত্তম তা কি আমি তোমাকে বলে দিব? আমি বললাম, হ্যাঁ (অবশ্যই বলবে)। আব্দুল্লাহ বলেন, তখন সেই ব্যক্তি আল্লাহু আকবার হতে শুরু করে আযানের শেষ পর্যন্ত শব্দসমূহ উচ্চারণ করল। এইভাবে একামতের শব্দসমূহও। অতঃপর আমি ভোরে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গমন করলাম এবং তাঁকে আমার স্বপ্নের কথা বললাম। তিনি বললেন, আল্লাহ্ তোমার কল্যাণ করুন। এটা নিশ্চয়ই সত্যস্বপ্ন। যাও তুমি গিয়ে এটা বেলালকে শিখিয়ে দাও। এই শব্দ দ্বারা সে যেন আযান দিবে। কারণ সে তোমার তুলনায় অধিক উচ্চ কণ্ঠস্বরধারী; সুতরাং আমি বেলাল (রাযিঃ)-এর নিকট গিয়ে তাকে তা শিখিয়ে দিতে লাগলাম। আর তিনি তাদ্বারা আযান দিতে শুরু করলেন।
আব্দুল্লাহ বলেন, হযরত ওমর (রাযিঃ) এই ঘটনা শুনলেন। তিনি তখন তাঁর গৃহে ছিলেন। এটা শুনে চাদর টানতে টানতে বের হয়ে এলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনাকে যিনি সত্যসহ প্রেরণ করেছেন, তাঁর কসম। নিশ্চয় আমিও ঐরূপ স্বপ্ন দেখেছি যা তাকে দেখানো হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা। -আবু দাউদ, দারেমী, ইবনে মাজাহ
আব্দুল্লাহ বলেন, হযরত ওমর (রাযিঃ) এই ঘটনা শুনলেন। তিনি তখন তাঁর গৃহে ছিলেন। এটা শুনে চাদর টানতে টানতে বের হয়ে এলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনাকে যিনি সত্যসহ প্রেরণ করেছেন, তাঁর কসম। নিশ্চয় আমিও ঐরূপ স্বপ্ন দেখেছি যা তাকে দেখানো হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা। -আবু দাউদ, দারেমী, ইবনে মাজাহ
وَعَن عبد الله بن زيد بن عبد ربه قَالَ: لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاقُوسِ يُعْمَلُ لِيُضْرَبَ بِهِ لِلنَّاسِ لِجَمْعِ الصَّلَاةِ طَافَ بِي وَأَنَا نَائِمٌ رَجُلٌ يَحْمِلُ نَاقُوسًا فِي يَدِهِ فَقُلْتُ يَا عَبْدَ اللَّهِ أَتَبِيعُ النَّاقُوسَ قَالَ وَمَا تَصْنَعُ بِهِ فَقلت نَدْعُو بِهِ إِلَى الصَّلَاةِ قَالَ أَفَلَا أَدُلُّكَ عَلَى مَا هُوَ خَيْرٌ مِنْ ذَلِكَ فَقُلْتُ لَهُ بَلَى قَالَ فَقَالَ تَقُولَ اللَّهُ أَكْبَرُ إِلَى آخِرِهِ وَكَذَا الْإِقَامَةُ فَلَمَّا أَصْبَحْتُ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ بِمَا رَأَيْتُ فَقَالَ: «إِنَّهَا لَرُؤْيَا حَقٍّ إِنْ شَاءَ اللَّهُ فَقُمْ مَعَ بِلَالٍ فَأَلْقِ عَلَيْهِ مَا رَأَيْتَ فَلْيُؤَذِّنْ بِهِ فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْك» فَقُمْت مَعَ بِلَال فَجعلت ألقيه عَلَيْهِ وَيُؤَذِّنُ بِهِ قَالَ فَسَمِعَ بِذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ وَيَقُول وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَقَدْ رَأَيْتُ مِثْلَ مَا أَرَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلِلَّهِ الْحَمْدُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرِ الْإِقَامَةَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ صَحِيحٌ لَكِنَّهُ لَمْ يُصَرح قصَّة الناقوس
