মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪৯
৪. তৃতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৯। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, মুসলমানগণ যখন মদীনায় আগমন করলেন, তখন তারা আন্দাজ অনুমানের ভিত্তিতে নামাযের জন্য একটি সময় ঠিক করে নিতেন এবং সেই সময় সকলে সমবেত হতেন। নামাযের জন্য কোনরূপ আযান ও আহ্বানের ব্যবস্থা ছিল না। একদিন তাঁরা এই ব্যাপারে আলোচনায় বসলেন। কেউ বললেন, নাছারাদের অনুরূপ একটি ঘন্টা তৈরী করা হোক। আর কেউ বললেন, ইয়াহুদীদের ন্যায় একটি শিঙ্গা বানানো হোক। তখন হযরত ওমর (রাযিঃ) বললেন, তোমরা কি মানুষকে আহ্বান করার জন্য একজন লোক পাঠাতে পার না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে বেলাল! তুমি উঠে নামাযের জন্য লোকদেরকে আহ্বান কর। -বুখারী, মুসলিম
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ الْمُسْلِمُونَ حِينَ قدمُوا الْمَدِينَة يَجْتَمعُونَ فيتحينون الصَّلَاة لَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ فَقَالَ بَعْضُهُمُ: اتَّخِذُوا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى وَقَالَ بَعْضُهُمْ: قَرْنًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ فَقَالَ عُمَرُ أَوَلَا تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلَاةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ قُم فَنَادِ بِالصَّلَاةِ»
