মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৪৭
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৭। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বেলাল (রাযিঃ)-কে বললেন, আযান দিবার সময় খুব ধীরে ধীরে (কন্ঠস্বর দীর্ঘ করে) দিবে। আর একামত বলার সময় দ্রুত (কিছুটা নিম্নস্বরে) বলবে এবং আযান ও একামতের মধ্যে এই পরিমাণ সময় রাখবে যেন পানাহারে রত লোকেরা পানাহার হতে এবং যাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন রয়েছে তারা তা সেরে আসতে পারে এবং তোমরা নামাযের জন্য দাঁড়িয়ে যাবে না, যখন পর্যন্ত না আমাকে দেখ। -তিরমিযী
وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ وَإِذا أَقمت فاحدر وَاجعَل بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الْآكِلُ مِنْ أَكْلِهِ وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ وَالْمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ وَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي» . رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: لَا نعرفه إِلَّا من حَدِيث عبد الْمُنعم وَهُوَ إِسْنَاد مَجْهُول

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযান ধীর গতিতে আর ইকামাত দ্রুত গতিতে দিতে হবে। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৭)
tahqiqতাহকীক:তাহকীক চলমান