মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - আযান
৬৪৬। হযরত বেলাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, ফজরের নামায ব্যতীত কোন নামাযেই তাসবীব করবে না আলাদা ঘোষণা দিবে না। -তিরমিযী, ইবনে মাজাহ তিরমিযী বলেছেন, এর এক বর্ণনাকারী আবু ইসরাইল মুহাদ্দিছগণের নিকট ততটা নির্ভরযোগ্য নয়।
وَعَنْ بِلَالٍ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا فِي صَلَاةِ الْفَجْرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: أَبُو إِسْرَائِيلَ الرَّاوِي لَيْسَ هُوَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أهل الحَدِيث
