মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২৯
৩. প্রথম অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬২৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মুনাফিকদের নিকট ফজর এবং এশার তুলনায় বেশী কঠিন নামায নেই, যদি তারা তার সওয়াবের বিষয় জানত তা হলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ঐ নামাযের জন্য আসত। -বুখারী, মুসলিম
بَابُ فَضَائِلِ الصَّلَاةِ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ صَلَاةً أَثْقَلَ عَلَى الْمُنَافِق مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأتوهما وَلَو حبوا»
