মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২৮
- নামাযের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬২৮। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, মানুষ যদি আযান দেওয়া এবং নামাযে প্রথম সারিতে দাঁড়ানোর সওয়াব সম্পর্কে জানত, তারপর লটারী ব্যতীত ঐ কাজের জন্য কোন উপায় না থাকত, তা হলে অবশ্যই তারা তার জন্য লটারীর ব্যবস্থা করত। আর যদি তারা জানত যে, নামাযের জন্য আগেভাগে যাওয়ার মধ্যে কি সওয়াব নিহিত, তা হলে তারা প্রত্যেকেই একে অপরের আগে যাওয়ার জন্য চেষ্টা করত। আর যদি তারা জানত যে, এশা এবং ফজরের মধ্যে কি সওয়াব নিহিত, তা হলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ঐ নামাযে আসত। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ فَضَائِلِ الصَّلَاةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأتوهما وَلَو حبوا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৮ | মুসলিম বাংলা