মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২২
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬২২। হযরত কাবীছাহ ইবনে ওয়াককাছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার পর তোমাদের উপর এরূপ শাসক হবে, যারা নামাযকে বিলম্বিত করবে। যা তোমাদের পক্ষে হবে এবং তাদের বিপক্ষে যাবে; সুতরাং তোমরা তাদের পিছনে নামায পড়বে। যতদিন তারা কিবলামুখী হয়ে নামায পড়বে। (অর্থাৎ ইসলামকে ছেড়ে না দেয়।) -আবু দাউদ
وَعَنْ قَبِيصَةَ بْنِ وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ مِنْ بَعْدِي يُؤَخِّرُونَ الصَّلَاةَ فَهِيَ لَكُمْ وَهِيَ عَلَيْهِمْ فَصَلُّوا مَعَهُمْ مَا صَلَّوُا الْقِبْلَةَ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান