মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬২১
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬২১। হযরত উবাদাহ ইবনে ছামেত (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একদা আমাকে বললেন, আমার পর তোমাদের উপর এমন শাসকগণ আসবে, যাদেরকে নানাবিধ (পার্থিব) কাজ যথাসময়ে নামায আদায় করা হতে বিরত রাখবে। এমনকি নামাযের সময় চলে যাবে। তখন তোমরা নামায ঠিক সময়েই পড়ে নেবে। একব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা কি তারপর আবার তাদের সাথে নামায পড়ব? তিনি বললেন, হ্যাঁ। -আবু দাউদ
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا سَتَكُونُ عَلَيْكُمْ بَعْدِي أُمَرَاءُ يَشْغَلُهُمْ أَشْيَاءُ عَنِ الصَّلَاةِ لِوَقْتِهَا حَتَّى يَذْهَبَ وَقْتُهَا فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا» . فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أُصَلِّي مَعَهم؟ قَالَ: «نعم» . رَوَاهُ أَبُو دَاوُد
