মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৮০
তৃতীয় অনুচ্ছেদ
৫৮০। হযরত আবু দারদা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ সাঃ) আমাকে উপদেশ দিয়েছেন যে, তুমি আল্লাহর সাথে কোন কিছুকে বা কাউকেও অংশীদার বানাবে না। যদিও বা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আর স্বেচ্ছায় কোন ফরজ নামায পরিত্যাগ করবে না। যে তা করবে তার উপর হতে (ইসলাম প্রদত্ত) নিরাপত্তা উঠে যাবে। আর মদ পান করবে না। কেননা তাই হল যাবতীয় মন্দের চাবিকাঠি। -ইবনে মাযা
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن أبي الدَّرْدَاء قَالَ: أَوْصَانِي خَلِيلِي أَنْ لَا تُشْرِكَ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُطِّعْتَ وَحُرِّقْتَ وَلَا تَتْرُكْ صَلَاةً مَكْتُوبَة مُتَعَمدا فَمن تَركهَا مُتَعَمدا فقد بَرِئت مِنْهُ الذِّمَّةُ وَلَا تَشْرَبِ الْخَمْرَ فَإِنَّهَا مِفْتَاحُ كل شَرّ. رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮০ | মুসলিম বাংলা