মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৬২
- পাক-পবিত্রতার অধ্যায়
১৩. তৃতীয় অনুচ্ছেদ - রক্তপ্রদর রোগিণী
৫৬২। হযরত আসমা বিনতে উমাইস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, বললাম, ইয়া রাসূলাল্লাহ! ফাতিমা বিনতে আবু হুবাইশ এতদিন ধরে ইস্তেহাজায় আক্রান্ত রয়েছে এবং নামায পড়েনি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুবহানাল্লাহ! (কি আশ্চর্যের কথা) এতো শয়তানের তরফ হতে (সংঘটিত ঘটনা)। সে যেন একটি গামলার মধ্যে বসে। তারপর যদি সে পীতবর্ণের রক্ত দেখে তখন যেন সে গোসল করে। যোহর এবং আছরের জন্য একটি গোসল, মাগরিব ও এশার জন্য করে আর একটি গোসল আর ফজরের জন্য একটি গোসল এবং এদের মধ্যস্থলে অজু করে নেয়। -আবু দাউদ
كتاب الطهارة
عَن أَسمَاء بنت عُمَيْس قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ اسْتُحِيضَتْ مُنْذُ كَذَا وَكَذَا فَلَمْ تُصَلِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ إِنَّ هَذَا مِنَ الشَّيْطَانِ لِتَجْلِسَ فِي مِرْكَنٍ فَإِذَا رَأَتْ صُفَارَةً فَوْقَ الْمَاءِ فَلْتَغْتَسِلْ لِلظُّهْرِ وَالْعَصْرِ غُسْلًا وَاحِدًا وَتَغْتَسِلْ لِلْمَغْرِبِ وَالْعِشَاءِ غُسْلًا وَاحِدًا وَتَغْتَسِلْ لِلْفَجْرِ غُسْلًا وَاحِدًا وَتَوَضَّأُ فِيمَا بَيْنَ ذَلِكَ» . رَوَاهُ أَبُو دَاوُد وَقَالَ:
tahqiqতাহকীক:তাহকীক চলমান