মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪২
- পাক-পবিত্রতার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪২। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) চারটি কারণে গোসল করতেন। নাপাক হওয়ার কারণে, জুম'আর দিনে, শিঙ্গা নেয়ার কারণে এবং মৃত লাশকে গোসল করাবার কারণে। -আবু দাউদ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَغْتَسِلُ مِنْ أَربع: من الْجَنَابَة وَمن يَوْم الْجُمُعَة وَمن الْحجام وَمن غسل الْمَيِّت. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪২ | মুসলিম বাংলা