মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫৪১
- পাক-পবিত্রতার অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের সুন্নত নিয়ম
৫৪১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত লোককে গোসল করাবে সে যেন নিজেও গোসল করে। -ইবনে মাজাহ। আহমদ, তিরমিযী ও আবু দাউদ অতিরিক্ত এটি যোগ করেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে বহন করবে সে যেন অজু করে নেয়।
كتاب الطهارة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

وَزَادَ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ: «وَمَنْ حمله فَليَتَوَضَّأ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৪১ | মুসলিম বাংলা