মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫১২
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১২। আব্দুল আশহাল বংশের জনৈকা মহিলা হতে বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! মসজিদের দিকে আমাদের (যাওয়ার জন্য) একটি দুর্গন্ধময় পথ রয়েছে। আমরা বৃষ্টির সময় তা হতে কিভাবে সতর্ক থাকব? তিনি বললেন, ঐ পথের পরে এমন কি কোন পথ নাই যা তার চেয়ে উত্তম? আমি বললাম হ্যাঁ, আছে। তখন তিনি বললেন, ঐ পথই পূর্বোক্ত পথের প্রতিষেধক। (অর্থাৎ তার পাক মাটি দ্বারা পূর্বোক্ত পথের নাপাক মাটি দূর হয়ে যাবে।) -আবু দাউদ
كتاب الطهارة
وَعَن امْرَأَةٍ مِنْ بَنِي عَبْدِ الْأَشْهَلِ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ لَنَا طَرِيقًا إِلَى الْمَسْجِد مُنْتِنَة فَكيف نَفْعل إِذا مُطِرْنَا قَالَ: «أَلَيْسَ بعْدهَا طَرِيق  هِيَ أطيب مِنْهَا قَالَت قلت بلَى قَالَ فَهَذِهِ بِهَذِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد