মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫১১
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১১। হযরত সালামাহ ইবন মুহাব্বিক (রাযিঃ) হতে বর্ণিত। তবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) একটি পরিবারের নিকট উপস্থিত হয়ে দেখলেন যে, সেখানে একটি মশক ঝুলানো রয়েছে। তিনি (তা হতে) কিছু পানি চাইলেন। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! এটা একটি মৃত জন্তুর চামড়া। তিনি বললেন, তাকে শোধন করে নেয়াই হল তার পবিত্রতা। (তা তো করাই হয়েছে) –আহমদ, আবু দাউদ
كتاب الطهارة
وَعَن سَلمَة ابْن المحبق: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَة تَبُوك أَتَى على بَيْتٍ فَإِذَا قِرْبَةٌ مُعَلَّقَةٌ فَسَأَلَ الْمَاءَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا مَيْتَةٌ: «فَقَالَ دِبَاغُهَا طهورها» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১১ | মুসলিম বাংলা