মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪১৬
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৬। হযরত আবু উমামাহ বাহেলী (রাযিঃ) একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর অজুর কথা বর্ণনা করতে গিয়ে বললেন, অজুতে তিনি দুই চক্ষুর কোণা মর্দন করতেন এবং বলতেন, কর্ণদ্বয় মাথারই অংশ। —ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিযী
তারা দু'জনে উল্লেখ করেছেন যে, হাম্মাদ (রহ) বলেছেন, “দু’কান মাতার অংশ” এটি কি আর উমামার বক্তব্য নাকি রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য তা আমি জানি না।
তারা দু'জনে উল্লেখ করেছেন যে, হাম্মাদ (রহ) বলেছেন, “দু’কান মাতার অংশ” এটি কি আর উমামার বক্তব্য নাকি রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য তা আমি জানি না।
وَعَن أبي أُمَامَة ذَكَرَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَكَانَ يَمْسَحُ الْمَاقَيْنِ وَقَالَ: الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ. رَوَاهُ ابْنُ مَاجَهْ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَذَكَرَا: قَالَ حَمَّادٌ: لَا أَدْرِي: الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ مِنْ قَوْلِ أَبِي أُمَامَةَ أَمْ مِنْ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
