আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮০৮
২১২৬. উবাই ইবনে কা‘ব (রাযিঃ)- এর মর্যাদা
৩৫৩৬। আবুল ওয়ালিদ (রাহঃ) .... মাসরূক (রাহঃ) থেকে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ)- এর মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)- এর আলোচনা চলছিল। তখন তিনি বললেন; তিনি সে ব্যক্তি যাকে নবী কারীম (ﷺ)- এর বক্তব্য শোনার পর থেকে আমি অত্যন্ত ভালবাসি। নবী কারীম (ﷺ) বলেছেন, কুরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ (সর্ব প্রথম তিনি এ নামটি বললেন)। সালিম আবু হুযাইফার আযাদকৃত গোলাম, মু‘আয ইবনে জাবাল ও উবাই ইবনে কা‘ব (রাযিঃ)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন