আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮০৭
২১২৫. সা‘দ ইবনে উবাদা (রাযিঃ)- এর মর্যাদা। আয়িশা (রাযিঃ) বলেন, তিনি এর পূর্বে নেক লোক ছিলেন*
* অর্থাৎ আয়িশা (রাযিঃ)-এর বর্ণনার অর্থ এ নয় যে, তিনি ইফক-এর ঘটনার পর সৎলোক নন ।
৩৫৩৫। ইসহাক (রাহঃ) .... আবু উসাইদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আনসার গোত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠতম গোত্র হল বনু নাজ্জার, তারপর বনু আব্দ-ই-আশহাল, তারপর বনু হারিস ইবনে খাযরাজ তারপর বানু সাইদা। আনসারদের সকল গোত্রের মধ্যেই খায়র ও কল্যাণ রয়েছে। তখন সা‘দ ইবনে উবাদা (রাযিঃ) বললেন, তিনি ছিলেন প্রথম যুগের অন্যতম মুসলমান। আমার ধারণা হয় যে, রাসূলুল্লাহ (ﷺ) অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন (তদুত্তরে তাঁকে বল হল, আপনাদেরকে বহু গোত্রের উপর প্রাধান্য দেওয়া হয়েছে।)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন