মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১৪
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৪। হযরত রুবাই' বিনতে মুআব্বিষ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে অজ্জু করতে দেখেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মস্তক মাসেহ করলেন তার সম্মুখ দিক এবং পিছন দিক সর্বস্থান এবং দুই কানপট্টি ও কানের লতি একবার করে। বর্ণনান্তরে আছে, তিনি অজু করলেন এবং দুই অঙ্গুলি দুই কানের ছিদ্রে প্রবেশ করালেন। আবু দাউদ
وَعَن الرّبيع بنت معوذ: أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ قَالَتْ فَمَسَحَ رَأْسَهُ مَا أَقَبْلَ مِنْهُ وَمَا أَدْبَرَ وَصُدْغَيْهِ وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً

وَفِي رِوَايَةٍ أَنَّهُ تَوَضَّأَ فَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِي جُحْرَيْ أُذُنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

وَرَوَى التِّرْمِذِيُّ الرِّوَايَةَ الأولى وَأحمد وَابْن مَاجَه الثَّانِيَة

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, কান একবার মাসেহ করা সুন্নাত, তিনবার নয়। এটাই হানাফী মাযহাবের মত। (আল মাবসূত লিসসারাখসী: ১/৭)
tahqiqতাহকীক:তাহকীক চলমান