মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১৩
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৩। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) অজুতে মস্তক এবং দুইকান মাসেহ করেছেন, দুইকানের অভ্যন্তর দিক মাসেহ করেছেন দুই শাহাদাত অঙ্গুলি দ্বারা। আর বাইরের দিক দুই বৃদ্ধাঙ্গুলি দ্বারা। -নাসায়ী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ: بَاطِنَهُمَا بِالسَّبَّاحَتَيْنِ وَظَاهِرَهُمَا بإبهاميه)

(رَوَاهُ النَّسَائِيّ)

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, কানের ভেতরের অংশ শাহাদাৎ আঙ্গুলি দ্বারা এবং বাইরের অংশ বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাসেহ করলেন। আর এটাই হানাফী মাযহাবের মত। (হাশিয়াতুত তাহতাবী: ৭৪) এ হাদীসে কান মাসেহ করার কোন সংখ্যা বর্ণিত না হওয়ায় বুঝা যায় যে, কান একবার মসেহ করতে হয়। এ বিষয়টি আরো স্পষ্টভাবে একটি হাসান-সহীহ সনদে বর্ণিত হয়েছে যে, রসূলুলস্নাহ স. উভয় কানের ভেতরে-বাইরে একবার মাসেহ করেছেন। (তিরমিযী: ৩৪)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১৩ | মুসলিম বাংলা