মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১১। হযরত আব্দে খায়ের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা উপবিষ্ট অবস্থায় হযরত আলী (রাযিঃ)-এঁর দিকে (তাকিয়ে) দেখতে ছিলাম যখন তিনি অজু করছিলেন (দেখলাম) তিনি ডানহাত পানির মধ্যে ঢুকালেন এবং পানি দ্বারা মুখ ভরে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। অতঃপর বামহাত দ্বারা নাক ঝাড়লেন। এরূপ তিনি তিনবার করলেন। তারপর বললেন, কেউ যদি রাসূলুল্লাহ (ﷺ)-এর অজু দেখে আনন্দিত হতে চায় তা হলে দেখে নিক, এটাই তাঁর অজু। -দারেমী
وَعَنْ عَبْدِ خَيْرٍ قَالَ: نَحْنُ جُلُوسٌ نَنْظُرُ إِلَى عَلِيٍّ حِينَ تَوَضَّأَ فَأَدْخَلَ يَدَهُ الْيُمْنَى فَمَلَأَ فَمَهُ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَنَثَرَ بِيَدِهِ الْيُسْرَى فَعَلَ هَذَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى طَهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَذَا طَهُورُهُ. رَوَاهُ الدَّارمِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪১১ | মুসলিম বাংলা