মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৯৮
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৮। হযরত আব্দুল্লাহ ইবন আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসূলে পাক (ﷺ)-এর সাথে মক্কা হতে মদীনায় ফেরার সময় পথে যখন একটি পানির কূপের নিকট পৌঁছলাম, তখন আমাদের মধ্যকার কিছু লোক আছরের ওয়াক্তে তাড়াতাড়ি অজু করতে গেলেন এবং তাড়াহুড়ার সাথে অজু করলেন। এর পর আমরা তাদের নিকট পৌঁছলাম। দেখা গেল তাদের পায়ের গোড়ালী শুকনো, তথায় পানি পৌঁছেনি। তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সর্বনাশ! এই গোড়ালীসমূহের এই লোকগুলো দোযখে যাবে। অজু করতে হবে পরিপূর্ণভাবে।
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَن عبد الله بن عَمْرو قَالَ: رَجَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ حَتَّى إِذا كُنَّا بِمَاء بِالطَّرِيقِ تعجل قوم عِنْد الْعَصْر فتوضؤوا وهم عِجَال فَانْتَهَيْنَا إِلَيْهِم وَأَعْقَابُهُمْ تَلُوحُ لَمْ يَمَسَّهَا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ من النَّار أَسْبغُوا الْوضُوء» . رَوَاهُ مُسلم
