মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৯৭
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৭। হযরত ওছমান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা তিনি মাকায়েদ নামক স্থানে অজু করতে বসে বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর অজু দেখাব না? অতঃপর তিনি তিনবার করে অজু করলেন। -মুসলিম
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ تَوَضَّأَ بِالْمَقَاعِدِ فَقَالَ: أَلَا أُرِيكُمْ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَتَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا. رَوَاهُ مُسلم
