মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৬৩
- পাক-পবিত্রতার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৬৩। হযরত উমর ইবনে খাত্তাব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলেন। তখন তিনি বললেন, হে উমর! দাঁড়িয়ে প্রস্রাব করবে না। তারপর আমি আর কখনও দাঁড়িয়ে প্রস্রাব করিনি। -তিরমিযী, ইবনে মাজাহ
শায়খ মুহিউস-সুন্নাহ বলেন, হযরত হুযায়ফা (রাযিঃ) বর্ণিত এ হাদীসটি সহীহ;
كتاب الطهارة
وَعَن عمر قَالَ: رَآنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبُولُ قَائِمًا فَقَالَ: «يَا عُمَرُ لَا تَبُلْ قَائِمًا» فَمَا بُلْتُ قَائِمًا بَعْدُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ

قَالَ الشَّيْخُ الْإِمَامُ مُحْيِي السّنة : قد صَحَّ:
tahqiqতাহকীক:তাহকীক চলমান