মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৬২
- পাক-পবিত্রতার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৬২। হযরত উমাইমাহ বিনতে রুকাইকাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর খাটের নীচে একটি কাঠের পেয়ালা থাকত, যাতে (বিশেষ ওজরের সময়) তিনি রাত্রে প্রস্রাব করতেন । -আবু দাউদ, নাসায়ী
* ১। রাতের বেলায় অসুস্থতাজনিত কারণে মহানবী (ﷺ) কাঠের পেয়ালায় প্রস্রাব করতেন।
২। রাতের বেলায় বাইরে বের হতে কষ্ট হতো বিধায় সাবধানতার স্বার্থে তাতে পেশাব করতেন।
* ১। রাতের বেলায় অসুস্থতাজনিত কারণে মহানবী (ﷺ) কাঠের পেয়ালায় প্রস্রাব করতেন।
২। রাতের বেলায় বাইরে বের হতে কষ্ট হতো বিধায় সাবধানতার স্বার্থে তাতে পেশাব করতেন।
كتاب الطهارة
وَعَن أُمَيْمَة بنت رقيقَة قَالَتْ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عَيْدَانٍ تَحْتَ سَرِيرِهِ يَبُولُ فِيهِ بِاللَّيْلِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ