মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৫৫
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৫৫। মু’আয (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনটি অভিশপ্ত হওয়ার যোগ্য কাজ- (১) পানির ঘাটে, (২) চলাচলের পথে ও (৩) কোন কিছুর ছায়ায় পায়খানা করা- এমন করা হতে বেঁচে থাকবে। (আবু দাউদ ও ইবনু মাজাহ্)
وَعَنْ مُعَاذٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَالظِّلِّ . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের ভিত্তিতে হানাফী মাযহাবে এ মত গ্রহণ করা হয়েছে যে, চলাচলের পথে বা মানুষের বিশ্রামের ছায়ায় ইসিত্মঞ্জা করা মাকরূহ। (আলমগিরী: ১/৫০) এখানে উদাহরণ হিসেবে দুটি ক্ষেত্রের কথা উলেস্নখ করা হয়েছে। প্রকৃত অর্থে মানুষের প্রয়োজনে সচরাচার ব্যবহৃত হয় এমন যে কোন জায়গায় পেশাব-পায়খানা করা নিষেধ। কেননা এটা মানুষের কষ্টের কারণ হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৫ | মুসলিম বাংলা