মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৪২
২. প্রথম অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৪২। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লহ (ﷺ) যখন পায়খানায় যেতেন। তখন আমি ও অপর একটি বালক পানির পাত্র এবং মাথায় ফলাওয়ালা একটি লাঠি নিয়ে (তাঁর সাথে) যেতাম। সেই পানি দ্বারা তিনি ইস্তেঞ্জা সম্পন্ন করতেন। -বুখারী, মুসলিম
بَابُ اَدَابِ الْخَلَاءِ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ الْخَلَاءَ فَأَحْمِلُ أَنَا وَغُلَامٌ إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً يستنجي بِالْمَاءِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪২ | মুসলিম বাংলা