মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৪১
২. প্রথম অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৪১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে কেউ অজু করে, সে যেন নাক ঝাড়ে। আর যে কুলুখ ব্যবহার করে সে যেন বেজোড় সংখ্যক (তিনটি) ঢিলা দ্বারা কুলুখ করে। —বুখারী, মুসলিম
بَابُ اَدَابِ الْخَلَاءِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ وَمَنِ اسْتَجْمَرَ فليوتر
