মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৩৩
১. তৃতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩৩৩। হযরত ওমর ইবনে আব্দুল আযীয হযরত তামীম দারী (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণেই অজু করতে হবে।
দারা কুতনী হাদীস দুইটি বর্ণনা করেছেন এবং বলেছেন, উমর ইবনে আব্দুল আযীয এটা তামীম দারী (রাযিঃ) হতে শোনেননি এবং তার সাথে তার সাক্ষাতও হয়নি। অপর রাবী ইয়াযিদ ইবনে খালেদ ও ইয়াযিদ ইবনে মুহাম্মাদ দুইজনই অজ্ঞাত।
وَعَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ تَمِيمِ الدَّارِيّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوُضُوءُ مِنْ كُلِّ دَمٍ سَائِلٍ» . رَوَاهُمَا الدَّارَقُطْنِيُّ وَقَالَ: عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ لَمْ يَسْمَعْ مِنْ تَمِيمٍ الدَّارِيِّ وَلَا رَآهُ وَيَزِيدُ بن خَالِد وَيزِيد بن مُحَمَّد مَجْهُولَانِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩৩ | মুসলিম বাংলা