মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৩২
১. তৃতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩৩২। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। হযরত ওমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলেছেন, চুম্বন করা লমস (সহবাস)-এরই শামিল। সুতরাং চুম্বন করে তোমরা অজু করবে।
وَعَن ابْن عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِن الْقبْلَة من اللَّمْس فتوضؤوا مِنْهَا
