মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৩০
১. তৃতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩৩০। হযরত ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলতেন, কারো তার স্ত্রীকে চুম্বন করা বা হাত দ্বারা স্পর্শ করা “লমস" (সহবাসের অন্তর্ভুক্ত); সুতরাং যে তার স্ত্রীকে চুম্বন করবে বা হাত দ্বারা স্পর্শ করবে তার প্রতি অজু করা ওয়াজিব। -মালেক, শাফেয়ী
وَعَن ابْن عمر كَانَ يَقُولُ: قُبْلَةُ الرَّجُلِ امْرَأَتَهُ وَجَسُّهَا بِيَدِهِ مِنَ الْمُلَامَسَةِ. وَمَنْ قَبَّلَ امْرَأَتَهُ أَوْ جَسَّهَا بِيَدِهِ فَعَلَيهِ الْوضُوء. رَوَاهُ مَالك وَالشَّافِعِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩০ | মুসলিম বাংলা