মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩২৯
১. তৃতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩২৯। হযরত আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, আমি, উবাই ইবনে কা'ব ও আবু তালহা একস্থানে বসে গোশত ও রুটি ভক্ষণ করলাম। তারপর আমি অজুর পানি চাইলাম। তাতে তারা দু'জন বললেন, অজু করবে কেন? আমি বললাম, এই খানার জন্য, যা আমরা খেলাম। তারা বললেন, পাক পবিত্র বস্তু খেয়েও কি অজু করবে? অথচ তোমার তুলনায় বহুগুণে উত্তম ব্যক্তিও তো (অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ)) খানা খেয়ে অজু করেন নি। -আহমদ
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنْتُ أَنَا وَأَبِي وَأَبُو طَلْحَةَ جُلُوسًا فَأَكَلْنَا لَحْمًا وَخُبْزًا ثُمَّ دَعَوْتُ بِوَضُوءٍ فَقَالَا لِمَ تَتَوَضَّأُ فَقُلْتُ لِهَذَا الطَّعَامِ الَّذِي أَكَلْنَا فَقَالَا أَتَتَوَضَّأُ مِنَ الطَّيِّبَاتِ لَمْ يَتَوَضَّأْ مِنْهُ مَنْ هُوَ خَيْرٌ مِنْك. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৯ | মুসলিম বাংলা