মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩১৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩১৬। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পশ্চাদ্বারের ঢাকনা হল চক্ষুদ্বয়; সুতরাং যে ব্যক্তি নিদ্রা যাবে সে যেন (জেগে) অজু করে। -আবু দাউদ
শায়খ মুহীউস সুন্নাহ বাগাবী (রহ) বলেছেন, বসে বসে ঘুমানো ব্যক্তির উপর এই নির্দেশ প্রযোজ্য নয়।
শায়খ মুহীউস সুন্নাহ বাগাবী (রহ) বলেছেন, বসে বসে ঘুমানো ব্যক্তির উপর এই নির্দেশ প্রযোজ্য নয়।
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وِكَاءُ السَّهِ الْعَيْنَانِ فَمَنْ نَامَ فَليَتَوَضَّأ» . رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ الشَّيْخ الإِمَام محيي السّنة : هَذَا فِي غير الْقَاعِد لما صَحَّ:
قَالَ الشَّيْخ الإِمَام محيي السّنة : هَذَا فِي غير الْقَاعِد لما صَحَّ:
