মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩১৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩১৬। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পশ্চাদ্বারের ঢাকনা হল চক্ষুদ্বয়; সুতরাং যে ব্যক্তি নিদ্রা যাবে সে যেন (জেগে) অজু করে। -আবু দাউদ
শায়খ মুহীউস সুন্নাহ বাগাবী (রহ) বলেছেন, বসে বসে ঘুমানো ব্যক্তির উপর এই নির্দেশ প্রযোজ্য নয়।
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وِكَاءُ السَّهِ الْعَيْنَانِ فَمَنْ نَامَ فَليَتَوَضَّأ» . رَوَاهُ أَبُو دَاوُد

قَالَ الشَّيْخ الإِمَام محيي السّنة : هَذَا فِي غير الْقَاعِد لما صَحَّ:
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৬ | মুসলিম বাংলা