মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩০৯
১. প্রথম অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩০৯। হযরত সুওয়াইদ ইবনে নু'মান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি খায়বার যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে গমন করেছিলেন। তারা যখন খায়বারের অতি নিকটবর্তী ছাহবা নামক স্থানে পৌঁছলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) (সকলকে নিয়ে) আছরের নামায আদায় করতঃ খাবার দ্রব্য চাইলেন; কিন্তু ছাতু ছাড়া আর কিছুই ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তা পানি দ্বারা ভিজাতে আদেশ করলেন; সুতরাং তা পানি দ্বারা তরল করতঃ রাসূলুল্লাহ (ﷺ) আহার করলেন। আমরাও আহার করলাম। এর পর তিনি মাগরিবের নামায পড়তে দাঁড়ালেন। অতঃপর কুলি করলেন এবং আমরাও কুলি করলাম। এরপর তিনি নামায পড়লেন। কিন্তু অজু করলেন না।
بَابُ مَا يُوْجِبُ الْوَضُوْءَ
وَعَن سُوَيْد ابْن النُّعْمَان: أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ حَتَّى إِذَا كَانُوا بالصهباء وَهِي أَدْنَى خَيْبَرَ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَعَا بِالْأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلَّا بِالسَّوِيقِ فَأَمَرَ بِهِ فَثُرِيَ فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكَلْنَا ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ وَمَضْمَضْنَا ثمَّ صلى وَلم يتَوَضَّأ. رَوَاهُ البُخَارِيّ
