মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩০৮
১. প্রথম অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩০৮। হযরত বুরাইদাহ আসলামী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন এক অজু দ্বারা কয়েক ওয়াক্ত নামায পড়লেন এবং নিজ মোজার উপর মাসেহ করলেন। তা দেখে হযরত উমর (রাযিঃ) তাঁকে বললেন, আজ আপনি এমন একটি কাজ করলেন যা পূর্বে কখনও করেন নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, উমর! আমি তা ইচ্ছাকৃতই করেছি। -মুসলিম
بَابُ مَا يُوْجِبُ الْوَضُوْءَ
وَعَنْ بُرَيْدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الصَّلَوَات يَوْم الْفَتْح بِوضُوء وَاحِد وَمسح عل خُفَّيْهِ فَقَالَ لَهُ عُمَرُ: لَقَدْ صَنَعْتَ الْيَوْمَ شَيْئًا لَمْ تَكُنْ تَصْنَعُهُ فَقَالَ: «عَمْدًا صَنَعْتُهُ يَا عمر» . رَوَاهُ مُسلم
