মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২৭০
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭০। হযরত হাসান বসরী (রহ) বলেন, ইলম দুই প্রকার। এক প্রকার হল অন্তরে। তাই কল্যাণকর ইলম। আর এক প্রকার ইলম হলো মুখে। যা মানুষের বিপক্ষে আল্লাহর পক্ষে দলীল। —দারেমী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن الْحسن قَالَ: «الْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَاكَ الْعلم النافع وَعلم على اللِّسَان فَذَاك حُجَّةُ اللَّهِ عَزَّ وَجَلَّ عَلَى ابْنِ آدَمَ» . رَوَاهُ الدَّارمِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান