মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২০৬
প্রথম অনুচ্ছেদ
২০৬। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, (শেষ যমানায়) আল্লাহ্ পাক ইলম তাঁর বান্দাদের অন্তর হতে টেনে বের করে উঠিয়ে নিবেন না; বরং আলিমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমেই ইলম তুলে নিবেন। শেষ পর্যন্ত দুনিয়ায় যখন আর কোন আলিমই অবশিষ্ট থাকবে না, তখন মানুষ অজ্ঞ-মূর্খদেরকে নেতারূপে মেনে নেবে। তারপর তাদের নিকটই মাসআলা মাসায়েল জিজ্ঞেস করা হবে আর তারা না জেনেই ফতোয়া দিবে। এভাবে নিজেরাও গোমরাহ হবে এবং অপরকেও গোমরাহ বানাবে। -বুখারী, মুসলিম
الْفَصْلُ الْلأَوَّلُ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فضلوا وأضلوا»
