মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১০২
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১০২। হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রায়শ এ দুআ করতেন-হে অন্তর পরিবর্তনকারী। আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ। আমি বললাম, হে আল্লাহর নবী (ﷺ) , আমরা আপনার উপর এবং আপনি যা কিছু এনেছেন তার উপর ঈমান এনেছি। আপনি কি আমাদের উপর আশঙ্কা করছেন? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয় সব অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে অবস্থিত, আল্লাহ যেভাবে চান তা ঘুরিয়ে থাকেন। (তিরমিযী, ইবনে মাজা)
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا؟ قَالَ: «نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
