মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১০১
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১০১। হযরত আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্ পাক স্বীয় সৃষ্টিকে পয়দা করেছেন অন্ধকারে। অতঃপর তাদের উপর স্বীয় নূর নিক্ষেপ করেন। সুতরাং যার প্রতি তাঁর নূর পৌঁছেছে সে হেদায়াত পেয়েছে, আর যার প্রতি পৌঁছেনি সে পথভ্রষ্ট হয়েছে। এজন্য আমি বলি, আল্লাহর ইলম অনুসারে কলম শুকিয়ে গেছে অর্থাৎ যা হবার তা হয়ে গেছে। (আহমদ, তিরমিযী)
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٌو قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللَّهَ خَلَقَ خَلْقَهُ فِي ظُلْمَةٍ فَأَلْقَى عَلَيْهِمْ مِنْ نُورِهِ فَمَنْ أَصَابَهُ مِنْ ذَلِكَ النُّورِ اهْتَدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلذَلِك أَقُول: جف الْقلب على علم الله . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০১ | মুসলিম বাংলা