মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৯৬
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯৬। হযরত আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাযিঃ) বলেন, হুযুর (ﷺ) তাঁর হাতে দু'খানা কিতাব নিয়ে বের হলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পার এ দু'টি কি কিতাব? আমরা বললাম, না, ইয়া রাসূলাল্লাহ! তবে আপনি যদি আমাদের বলে দেন। অতঃপর তিনি ডান হাতের কিতাব সম্পর্কে বললেন, এটা বিশ্বপ্রতিপালকের পক্ষ থেকে। এতে সমস্ত বেহেশতবাসীর নাম লেখা আছে। তাদের পিতার নাম, গোত্রের নাম, অতঃপর সর্বশেষ ব্যক্তির নাম লিখে যোগ করা হয়েছে। সুতরাং আর কখনো এতে বাড়ানো বা কমানো যাবে না। তারপর বাম হাতের কিতাব সম্বন্ধে বলেন, এটিও বিশ্বপ্রতিপালকের নিকট হতে প্রাপ্ত। এতে সমস্ত দোযখবাসীর নাম, তাদের পিতার নাম, বংশের নাম লেখা আছে। অতঃপর সর্বশেষ ব্যক্তির নাম লিখে যোগ করা হয়েছে। সুতরাং এতে আর কখনো বাড়ানো বা কমানো যাবে না। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! যদি সব কিছু চূড়ান্ত হয়ে গিয়ে থাকে তবে আর আমলের প্রয়োজন কোথায়? তিনি বললেন, তোমরা সঠিক পথে চলতে থাক এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা কর। কেননা বেহেশতী ব্যক্তি, তার সর্বশেষ কাজ বেহেশতবাসীদের কাজ হবে, সে যা-ই করুক না কেন। আর দোযখী ব্যক্তি তার সর্বশেষ কাজ করবে দোযখবাসীদের, সে যাই করুক না কেন। অতঃপর হুযুর (ﷺ) তাঁর দুহাতে ইশারা করে কিতাব দু'টি দিলেন এবং বললেন, তোমাদের প্রভু বান্দার সব কাজ চূড়ান্ত করে শেষ করেছেন। সুতরাং একদল যাবে বেহেশতে আর আরেক দল যাবে দোযখে। -তিরমিযী (রহ) বলেন, এ হাদীসটি হাসান-গরীব-সহীহ।
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَده كِتَابَانِ فَقَالَ: «أَتَدْرُونَ مَا هَذَانِ الكتابان فَقُلْنَا لَا يَا رَسُولَ اللَّهِ إِلَّا أَنْ تُخْبِرَنَا فَقَالَ لِلَّذِي فِي يَدِهِ الْيُمْنَى هَذَا كِتَابٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ فِيهِ أَسْمَاءُ أَهْلِ الْجَنَّةِ وَأَسْمَاء آبَائِهِم وقبائلهم ثمَّ أجمل على آخِرهم فَلَا يُزَادُ فِيهِمْ وَلَا يُنْقَصُ مِنْهُمْ أَبَدًا ثُمَّ قَالَ لِلَّذِي فِي شِمَالِهِ هَذَا كِتَابٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ فِيهِ أَسْمَاءُ أَهْلِ النَّارِ وَأَسْمَاء آبَائِهِم وقبائلهم ثمَّ أجمل على آخِرهم فَلَا يُزَادُ فِيهِمْ وَلَا يُنْقَصُ مِنْهُمْ أَبَدًا فَقَالَ أَصْحَابُهُ فَفِيمَ الْعَمَلُ يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَ أَمْرٌ قَدْ فُرِغَ مِنْهُ فَقَالَ سَدِّدُوا وَقَارِبُوا فَإِنَّ صَاحِبَ الْجَنَّةِ يُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ عَمِلَ أَيَّ عَمَلٍ وَإِنَّ صَاحِبَ النَّارِ يُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنْ عَمِلَ أَيَّ عَمَلٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ فَنَبَذَهُمَا ثُمَّ قَالَ فَرَغَ رَبُّكُمْ مِنَ الْعِبَادِ فريق فِي الْجنَّة وفريق فِي السعير» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيح
