মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯৫
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯৫। হযরত মুসলিম বিন্ ইয়াসার (রাযিঃ) বলেন, হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হল, إِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ “যখন আপনার প্রভু বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করলেন" ....। হযরত উমর (রাযিঃ) জবাবে বললেন, আমি শুনলাম রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন, নিশ্চয় আল্লাহ্ পাক হযরত আদম (আ)-কে সৃষ্টি করে নিজ ডান হাত তাঁর পৃষ্ঠে বুলান এবং তা থেকে বের করে নিলেন কিছু সন্তান এবং বললেন, এসবকে আমি বেহেশতের জন্য সৃষ্টি করেছি এবং তারা বেহেশতবাসীর আমলই করবে। তারপর আবারও তাঁর পৃষ্ঠে হাত বুলান এবং কিছু সন্তান বের করে আনলেন আর বললেন, এদের আমি দোযখের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান্নামীদের আমলই করবে। তখন এক ব্যক্তি বলল, তা হলে আমল কি জন্য হে আল্লাহর রাসূল! তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় আল্লাহ্ কোন বান্দাকে যখন বেহেশতের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে বেহেশতবাসীদের আমল করান এবং বেহেশতবাসীদের আমল করতে করতে সে মৃত্যুবরণ করে, অতঃপর আল্লাহ তাকে বেহেশতে দাখিল করেন। আর যখন কোন বান্দাকে দোযখের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে দোযখবাসীদের কাজ করান এবং সে মৃত্যু পর্যন্ত দোযখবাসীদের কাজ করে, তখন আল্লাহ তাকে দোযখে দাখিল করেন। (মালেক, তিরমিযী, আবু দাউদ)
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَن مُسلم بن يسَار قَالَ سُئِلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ هَذِهِ الْآيَةِ (إِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ)

قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يسْأَل عَنْهَا فَقَالَ: «خلق آدم ثمَّ مسح ظَهره بِيَمِينِهِ فأاستخرج مِنْهُ ذُرِّيَّةً فَقَالَ خَلَقَتُ هَؤُلَاءِ لِلْجَنَّةِ وَبِعَمَلِ أهل الْجنَّة يعْملُونَ ثمَّ مسح ظَهره فَاسْتَخْرَجَ مِنْهُ ذُرِّيَّةً فَقَالَ خَلَقَتُ هَؤُلَاءِ لِلنَّارِ وبعمل أهل النَّار يعْملُونَ فَقَالَ رجل يَا رَسُول الله فَفِيمَ الْعَمَل يَا رَسُول الله قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ إِذَا خَلَقَ الْعَبْدَ لِلْجَنَّةِ اسْتَعْمَلَهُ بِعَمَلِ أهْلِ الْجَنَّةِ حَتَّى يَمُوتَ عَلَى عَمَلٍ من أَعمال أهل الْجنَّة فيدخله الله الْجَنَّةَ وَإِذَا خَلَقَ الْعَبْدَ لِلنَّارِ اسْتَعْمَلَهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى يَمُوتَ عَلَى عَمَلٍ مِنْ أَعمال أهل النَّار فيدخله الله النَّار» . رَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৫ | মুসলিম বাংলা