মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮৪
- ঈমানের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৪। উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এক আনসার বালকের জানাযায় ডাকা হয় তখন আমি বললাম, কতই না সৌভাগ্য, এরা বেহেশতের চড়ুই পাখিদের একটি কোন পাপ করেনি বা করার সময় হয়নি। এতে রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, হে আয়েশা! এর ব্যতিক্রমও হতে পারে। আল্লাহ্ পাক একদল লোক বেহেশতের জন্য সৃষ্টি করেছেন, সেখানকার জন্য তাদের সৃষ্টি করেছেন, অথচ তখন তারা ছিল তাদের পিতার শিরদাঁড়ায়। আর একদল লোক দোযখের জন্য সৃষ্টি করেছেন, সেখানকার জন্য সৃষ্টি করেছেন, অথচ তখন তারা তাদের পিতার শিরদাঁড়ায় অবস্থিত ছিল। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
عَن عَائِشَة أم الْمُؤمنِينَ قَالَتْ: «دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِنَازَةِ صَبِيٍّ مِنَ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلِ السُّوءُ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرُ ذَلِكِ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وهم فِي أصلاب آبَائِهِم» . رَوَاهُ مُسلم