মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮৩
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৩। হযরত সহল ইবনে সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কোন ব্যক্তি দোযখীদের আমল করতে থাকে, অথচ সে বেহেশতবাসী। এইভাবে কোন ব্যক্তি বেহেশতীদের কাজ করতে থাকে, অথচ সে দোযখের অধিবাসী। বস্তুতঃ মানুষের কাজকর্ম তার শেষ পরিণামের উপরই নির্ভরশীল। (অর্থাৎ তার মৃত্যুকালীন পরিণাম ভাল হলে সকল কিছুই ভাল। আর তা মন্দ হলে সব কিছুই মন্দ)। (বুখারী, মুসলিম)
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَن سهل بن سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ وَإِنَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجنَّة وَإنَّهُ من أهل النَّار وَإِنَّمَا الْعمَّال بالخواتيم»
